বাড়ির নীচে সাপের বাসা,উদ্ধার ৪৫টি বিষাক্ত র‌্যাটেলস্নেক!( ভিডিও)

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়ির নীচ থেকে ৪৫টি বিষাক্ত র‌্যাটেলস্নেক উদ্ধার হল। সাপ ধরার ১৮ মিনিট দীর্ঘ একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন নথান হকিনস নামে এক সাপুড়ে।

টেক্সাসের একটি বাড়ির মালিক তাঁর বাড়ির নীচের ফাঁকা অংশে কয়েকটা সাপ রয়েছে বলে সন্দেহ করেছিলেন। সেইমতো নথান হকিনসের সাপ ধরার সংস্থায় খবর দেন। ওই ব্যক্তির বাড়ির নীচের ছোট্ট একটি স্থানে মোবাইলের আলো ফেলতেই চক্ষু চড়কগাছ হয় ওই পেশাদার সাপুড়ের। এক এক করে সেখান থেকে ৪৫টি বিষাক্ত র‌্যাটেলস্নেক উদ্ধার করেন তিনি। সর্প উদ্ধার অভিযানের ১৮ মিনিটের একটি ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেন হকিনস।

উষ্ণতার জন্য সাপেরা কোনও এলাকায় দলে দলে আশ্রয় নেয়। মূলত শীতের সময় এমন ঘটনা ঘটে। বসন্তে তারা প্রযোজন করে এবং খাবারের সন্ধানে বেরিয়ে আসে। তবে নিজের বাড়িতেই এতগুলো বিষাক্ত সাপের সঙ্গে এতদিন কীভাবে ছিলেন ভাবতেও পারছেন না ওই ব্যক্তি।

https://timesofindia.indiatimes.com/videos/international/45-rattlesnakes-rescued-from-under-texas-home/videoshow/68510637.cms

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর