কোম্পানীগঞ্জে মাদক মামলার আসামীকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক মামলার এক আসামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ জুলাই) উপজেলার চরকাঁকড়া ইউপির ২নং ওয়ার্ডের শহীদ সিদ্দিক উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম কিবরিয়া মিন্টু (৩৩), চরকাঁকড়া ইউপির ২নং ওয়ার্ডের ইমান আলী চৌকিদার বাড়ির ইসমাইল’র ছেলে। কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নিহত মিন্টু মাদক মামলাসহ মোট ছয়টি মামলার আসামী। গত ১৫ দিন আগে সে জেলখানা থেকে জামিনে মুক্তি পায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, মাদক ব্যবসায়ী মিন্টু গণপিটুনিতে নিহত হয়েছেন।

নিহতরে মেঝো ভাই গোলাম আজম আজাদ জানান, শনিবার বিকেল ৫টার দিকে একই এলকার শেখ ফোরমানের বাড়ির আজাদ’র ছেলে তানভির (২৫), পাটোয়ারী হাট পটু ডাক্তার বাড়ির নুর আমিন’র ছেলে ফয়সালসহ আরো কয়েকজন তাকে ঘর থেকে তুলে নিয়ে চোঁখ,হাত, পা বেঁধে আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে মুমূর্ষ অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুত্বর হওয়ায় মাইজদী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের পরিবার আরো জানান, এ ঘটনায় তারা আইনের আশ্রয় গ্রহণ করবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর