দেশ ছাড়ছেন লাসিথ মালিঙ্গা

দেশ ছাড়ছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। দীর্ঘ দিন শ্রীলঙ্কান ক্রিকেটকে সেবা দেয়া এ পেসার অবসর নেয়ার পর স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করবেন। স্থানীয় আইল্যান্ড ক্রিকেটে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে।

রিপোর্টে আরো উল্লেখ করা হয়, মালিঙ্গা ইতোমধ্যেই স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি, পিআর) অনুমতি পেয়েছেন। নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষে তিনি অবসর নেবেন এবং এরপর পুরো পরিবার নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় চলে যাবেন।

একটি সূত্র জানায়, ‘অস্ট্রেলিয়ায় তিনি কোনভাবে কোচিং দায়িত্বও নিতে পারেন। ’মালিঙ্গা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং আজ তার কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।ইতোমধ্যে প্রধান নির্বাচক অশান্থা ডি মেল-এর সঙ্গে মালিঙ্গা কথা বলেছেন এবং আগামী ২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে ২২ জুলাই দেশে ফিরবেন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর