শেরপুরে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ

শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলার বাজার গুলোতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বেশির ভাগ বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। টানা বর্ষণের কারণে কাঁচা মরিচের দাম এমন অস্বাভাবিক বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান। তবে ক্রেতাদের অভিযোগ দাম বাড়লেও বাজারে ওঠা মরিচের ঝাল কম। বেশির ভাগ মরিচই অপরিপকক।

শেরপুর জেলা শহরের স্টেডিয়াম আড়তে দু’দিন আগেও ৬৫০ টাকা পাল্লা ছিল তা বেড়ে ৭৫০/৮০০ টাকা দাঁড়িয়েছে। এদিকে কাঁচা মরিচের দাম বাড়লেও পাইকারী ও খুচরা বাজারে দামের বিস্তর পার্থক্য রয়েছে। বিভিন্ন হাট বাজারে পাইকারী বাজারের চেয়েও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

শেরপুর জেলার হাট বাজারে এক সপ্তাহ পূর্বে ৮০/১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। অথচ এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দাম হওয়ায় ক্রেতাদের কাঁচা মরিচ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে পড়ে।

হঠাৎ কাঁচা মরিচের দাম বাড়ার কারণ সম্পর্কে নয়আনী বাজারের সবজি ব্যবসায়ী জিয়ার আলীর কাছে জানতে চাইলে সে জানায়, শেরপুর জেলায় টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যার কারণে মরিচের অনেক খেত নষ্ট হওয়ায় এ কারণে দাম বেড়েছে। এছাড়াও শেরপুরের চরাঞ্চলে আরো বন্যা হলে কাঁচা মরিচের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর