বিচ্ছিন্ন ঘটনা আটক নারীসহ ৬ জন, ২ জনের জেল

পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শেরপুর জেলার তিনটি উপজেলায় দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নানা আশঙ্কা থাকার পরও ভোট হয়েছে শান্তিপূর্ণ।

তবে জাল ভোট দেয়ার অভিযোগে ঝিনাইগাতীর হাসলিগাঁও ও জুলগাঁও চেঙ্গুরিয়া, নালিতাবাড়ীর মন্ডলিয়া পাড়া ও শ্রীবরদীর দহের পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ১০ জনকে আটক করা হয় অপরদিকে শ্রীবরদী উপজেলার দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোড় করে সিল মারার চেষ্টা করলে দুইজনকে তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

একই কারণে ঝিনাইগাতীর জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক বন্ধ থাকার পর ৪০ মিনিটের মধ্যে আবার চালু হয় ভোট গ্রহণ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর