শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম

হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জায়গায় শ্রীলঙ্কা সফরে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাঁহাতি এ ওপেনিং ব্যাটসম্যানের উপর অধিনায়কত্বের দায়িত্ব দেয়ার কথা জানিয়েছে বিসিবি।

শনিবার দুপুর ১২টা ৪৫মিনিটে তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলঙ্কার পথে রওনা হবে বাংলাদেশ দল। আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় বোলিং অনুশীলনের সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফী। তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। পরে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে ওয়ানডে অধিনায়কের।

চোটে পড়ার ঘণ্টাখানেক আগের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়েছিলেন, শারীরিক অবস্থা আপাতত ঠিকঠাক আছে। তার কিছুপরই অনুশীলনের মাঝপথে আসে দুঃসংবাদ। আগের জায়গাতেই নতুন করে চোট পেয়েছেন মাশরাফী।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর