পাথালিয়া ইউনিয়নে ইজিপিপি ২য় পর্যায়ের প্রকল্পের কাজ সম্পন্ন

শিল্পাঞ্চল ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে ২০১৮-২০১৯ ইং অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ২য় পর্যায়ের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সরেজমিন অনুসন্ধানে প্রকল্পস্থানে গিয়ে এ বিষয়ে জানা যায়।

ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হিরারপাড়া হায়দার আলী সড়ক থেকে হাটুভাঙ্গা পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন প্রকল্পে ৯,৬০,০০০/- (নয় লক্ষ ষাট হাজার টাকা) সরকারী বরাদ্দ আসে। ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু বকর এর তত্বাবধানে ১২০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পের কাজটি শেষ করে।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাসানের তত্বাবধানে মুক্তারটেক গ্রামের ব্রিজের পূর্ব পাশ থেকে খাসেরটেক পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজটি সম্পন্ন হয়। এই প্রকল্পে সরকারী বরাদ্দ আসে ১২,৪০,০০০/- (বার লক্ষ চল্লিশ হাজার টাকা)। এখানে ১৫৫ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা পারিশ্রমিকে মোট ৪০ দিনে কাজটি শেষ করে।

ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সিন্দুরিয়া হাজী মার্কেট হতে সিন্দুরিয়া নদীর পাড় পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়নে এই অর্থবছরে মোট ৮,০০,০০০/- (আট লক্ষ টাকা) সরকারী বরাদ্দ আসে। ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফারুক এর তত্বাবধানে ১০০ জন হত দরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পের কাজটি শেষ করে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর