প্রথম ওভারেই উইকেট তুলে নিল সাকিব!

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ২৪ মার্চ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠান কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে হায়দ্রাবাদের দুই ওপেনার ওয়ার্নার ও বেয়ারস্টো। ৩১ বলে ৮ চার ও ১ ছয়ে অর্ধশতক পূর্ণ করেন ওয়ার্নার। অন্যদিকে অর্ধশতকের কাছাকাছি দিয়েই ফেরেন বেয়ারস্টো। চাওলার বলে বোল্ড হয়ে ৩৯ রান করে ফেরেন তিনি।

এরপর তাণ্ডব চালিয়েই ফেরেন ওয়ার্নার। রাসেলের বলে উথাপ্পার হাতে ধরা পড়ে ফেরেন তিনি। ৫৩ বলে ৯ চার ও ৩ ছয়ে ৮৫ রান করেন ওয়ার্নার। রাসেলের বলে বোল্ড হয়ে ১ রান করে ফেরেন ইউসুফ পাঠান। অন্যদিকে মানিস পান্ডে ৮ ও বিজয় শঙ্কর ৪০ রানে অপরাজিত ছিলেন।

এরই ফলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান করে হায়দ্রাবাদ। জয়ের জন্য কলকাতার প্রয়োজন ১৮২ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

কলকাতা নাইট রাইডার্সঃ ৪০/১ (৫ ওভার)

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর