নরসিংদীর ৪ টি উপজেলায় সুশৃঙ্খলভাবে ভোট গ্রহন সম্পূর্ণ

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর ৪ টি উপজেলায় ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহন চলেছে।

সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রার্থীরা।জেলা নির্বাচন কমিশন অফিস জানায়, নরসিংদীর শিবপুর,মনোহরদী,বেলাব ও রায়পুরা এই ৪ টি উপজেলায় চেয়ারম্যান পদে, আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ১০জনসহ মোট ১৪ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১৮ জন প্রার্থী।

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষে পর্যাপ্ত আইনশৃংখলা বাহীনির সদস্যরা নিয়োজিত রয়েছেন।

শিবপুর উপজেলায় মোট ভোটার ২২৪৬১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১২১৪১ জন ও নারী ভোটার ১১২৪৬৯ জন।

মনোহরদী উপজেলায় মোট ভোটার ২০৩০৭৪ জন। পুরুষ ভোটার ৯৭৪৩২ জন ও নারী ভোটার ১০৫৬৪২ জন।

বেলাব উপজেলায় মোট ভোটার ১৩৮৬৬৮ জন। পুরুষ ভোটার ৬৯২৮৬ জন ও নারী ভোটার ৬৯৩৮২ জন।

রায়পুরা উপজেলায় মোট ভোটার ৩৭১৫৩৬ জন। পুরুষ ভোটার ১৮৫০৫৩ জন ও নারী ভোটার ১৮৬৪৮৩ জন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর