ব্র্যাক প্রতিষ্ঠানের বিকাশ: এজেন্টদের পাওনা টাকা ফেরত না দিলে কঠোর আন্দোলন

সাতক্ষীরা জেলা বিকাশ ডিষ্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুক এজেন্টদের ৪ কোটি টাকা আত্মসাৎ এর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলার বিকাশ এজেন্টদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা বিকাশ এজেন্ট সংগঠনের সভাপতি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিকাশ এজেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, কাজী ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন রাজু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ব্র্যাক এনজিও সংস্থার নিজস্ব প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বিকাশ। সাতক্ষীরা জেলা বিকাশ ডিষ্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুক তাদের নিয়োগ দেওয়া লোক।

আমরা বিকাশ প্রতিষ্ঠানকে চিনি ওমর ফারুককে চিনিনা। ব্র্যাক যদি আমাদের পাওনা টাকা ফেরত না দেয় তাহলে আমরা সাতক্ষীরাসহ বিকাশের সকল প্রতিষ্ঠান বন্ধসহ ব্র্যাকের সকল কর্মকান্ড কঠোর আন্দোলনের মাধ্যমে বন্ধ করে দেব। সড়ক পথ, রেল পথ ও নৌ পথসহ সকল যোগাযোগ ব্যবস্থা অবরোধের মত কর্মসুচি দিতে বার্ধ্য হবো। আমরা সুষ্ঠভাবে ব্যবসা করতে চায়।

মানববন্ধন পূর্ব আবস্থান কর্মসুচি চলাকালে কাজী আকতার হোসেনকে সভাপতি ও মো. রাশেদুজ্জামান রাশিকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য সাতক্ষীরা জেলা বিকাশ এজেন্ট সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর