সুশৃংখল ও শান্ত পরিবেশে চলছে সিংগাইর উপজেলার ভোট গ্রহণ

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শান্ত ও সুশৃংখল পরিবেশে চলছে সিংগাইর উপজেলার ভোট গ্রহণ । ২৪ মার্চ সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত । সিংগাইর উপজেলার ১০৮ টা কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে ।

কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করার মতো হলেও বেশির ভাগ কেন্দ্রগুলোতে একেবারেই কম । দুপুর দুইটা পর্যন্ত লাঞ্চের আগে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ৩০-৩৫ শতাংশ ভোট পড়েছে । এখন পর্যন্ত কোন কেন্দ্রে বিশৃংখলার কোন খবর পাওয়া যায় নি ।

উপজেলার কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়মন্টপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূমদক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসেরচর মাহমুদিয়া আলিম মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরজমিনে ঘুরে দেখা যায় ভোটাররা শান্তি শৃংখল ভাবে ভোট দিচ্ছে । কিন্তূ ভোটার উপস্থিতি খুবই কম । কেন্দ্রে ভোটার কম হওয়ার কারণ হিসেবে সাধারণ ভোটাররা গত জাতীয় নির্বাচনের অনিয়মকেই দায়ী করছেন । ভোটার মোঃ লুৎফর রহমান বলেন, গত নির্বাচনে আমি আমার ভোট দিতে পারি নাই । তাই এইবারও ভোট দিতে আসতে চাই নাই । আমার পরিবারের বাকি ভোটাররা এখোনো ভোট কেন্দ্রে আসে নাই ।

খাসেরচর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলী বলেন, সুষ্ঠ পরিবেশে ভোট হচ্ছে । আইনশৃংখলা বাহিনী সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন । ভোটার উপস্থিতির প্রশ্নে বলেন, এখানে ২ টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম । ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে । ভোটাররা ব্যক্তিগত কাজ করে তাই বেলা পড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করেন । শেষ সময় পর্যন্ত ভোট ৫০-৬০ শতাংশ হতে পারে । একই কথা বলেন, আর সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর