আলফাডাঙ্গায় ওয়াকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ওয়াকিব শিকদার কে গুম করে নৃশংস ভাবে হত্যা করায় গ্রেফতার হওয়া আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে আলফাডাঙ্গা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অত্র কলেজের আয়োজনে ২৪ মার্চ রবিবার সকাল ১১ টার সময় কলেজ প্রাঙ্গণে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অফিসার ইনচার্জ(অধ্যক্ষ) মো. মনিরুল হক সিকদার, উপধ্যক্ষ সারিকুল হাসান নয়নসহ প্রভাষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “ওয়াকিব আলফাডাঙ্গা সরকারি কলেজের বিএ ২য় বর্ষের মেধাবি ছাত্র ছিলো”।গত ১৯ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে এনে বারাশিয়া নদীর পাড়ে মিঠাপুর এলাকায় হত্যার পর লাশ গুম করে রাখে খুনিরা।আমরা খুনিদের ফাঁসি চাই।যাতে মাদকসেবন কারীরা আর কোন মেধাবী ছাত্রকে এই ভাবে খুন করতে না পারে।ওয়াকিব লেখাপড়ার পাশাপাশি আলফাডাঙ্গা কলেজ রোডস্থ অবস্থিত নাজমা ক্লিনিকে ম্যানেজার হিসেবে চাকুরিতে কর্মরত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর