গলায় গুলি করে শ্রমিককে হত্যা

মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসমাইল মোল্লার গুলিতে শ্রমিক ওবায়দুল ইসলামের (৩২) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল মোল্লার স্ত্রী বেবী আক্তারকে আটক করেছে। ঘটনার পর থেকেই ইসমাইল মোল্লা পলাতক। ওবায়দুল ইসলাম কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বজ্্রাদিয়ারখাতা গ্রামের মৃত মুনসার আলীর পুত্র। ইসমাইল মোল্লা ঢাকা তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড কমিশনার শামিম মোল্লার ভাতিজা।

ইসমাইল মোল্লা ওবায়দুলের গালের নিচে গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। তবে কি কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনো পুলিশ জানাতে পারেনি । গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই মারা যায়। ওবায়দুল প্রায় ৬ মাস যাবৎ ঢাকা উত্তরের তেজগাও থানার ২৬ নং ওয়ার্ড কমিশনার শামীম মোল্লার নিজ গ্রামের বাড়ী সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদীতে ইমারত নির্মাণ কাজ করে আসছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামীম মোল্লার ভাতিজা ইসমাইল মোল্লা ওই নির্মান শ্রমিককে ১ রাউন্ড গুলি করলে গুরুতর আহত অবস্থায় নির্মাাণ শ্রমিক ওবায়দুল ইসলামকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় । ঘটনার সময় ওয়ার্ড কমিশনার শামীম মোল্লা তার নিজ বাড়ীতেই অবস্থান করছিলেন বলেও পুলিশ জানায় ।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, তেজগাঁও থানা ২৬ নং ওয়ার্ড কমিশনার শামীম মোল্লার গ্রামের বাড়ির রাজ মিস্ত্রি ওবায়দুলকে গুলি করে তারই ভাতিজা ইসমাইল মোল্লা। ইসমাইল এবং পিস্তল উদ্ধারের চেষ্টা চলছে। আশা করি খুব শীঘ্রই হত্যার রহস্য বের হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর