ভোটারের মাঝে আগ্রহ বাড়াতে ব্যস্ত প্রার্থীরা

টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন শেষ না হতে হতেই উপজেলা পরিষদ নির্বাচন, আগ্রহ নেই ভোটারের মাঝে। ভোটারের মাঝে আগ্রহ বাড়াতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা ভোটের মাঠে উত্তাপ ছড়াতে ও ভোট প্রার্থনায় সময় পার করছেন। পোস্টারিং, মাইকিং, গনসংযোগের মত নির্বাচনী প্রচারণা ক্রমেই বেড়েই চলছে। প্রার্থীরা ছুটে যাচ্ছেন পাড়া মহল্লা গ্রাম-গ্রামান্তরে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত টানা দুই বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু (নৌকা), উপজেলা বিএনপির সদস্য স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী মো. লাল মিয়া (আম), বাংলাদেশ রামকৃঞ্চ পার্টির প্রধান স্বতন্ত্র প্রার্থী রূপা রায় চৌধুরী (আনারস)সহ মোট চার প্রার্থী।

ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আজহারুল ইসলাম (তালা), উপজেলা যুবলীগের (সাবেক) আহ্বায়ক মো. সেলিম সিকদার (উড়োজাহাজ), উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল কাশেম (টিউবওয়েল)।

এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (কলসি), উপজেলা মহিলা দলের সভানেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না (ফুটবল) ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা সালাম উর্মী (হাঁস)।

কিন্তু প্রার্থীরা ভোটের মাঠে উত্তাপ ছড়াতে ব্যস্ত সময় পার করলেও ভোটারদের মাঝে ভোট নিয়ে তেমন একটা আলোড়ন লক্ষ করা যাচ্ছেনা এখনো। যদিও অনেক ভোটারের সাথে কথা হলে তারা জানান, শেষ পর্যন্ত জমে উঠবে ভোট। কারও কারও মতে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খানের (মোটরসাইকেল) এর মধ্যে। উপজেলা নির্বাচন কমিশনসূত্রে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৮ শত ৯৮ জন এবং মোট ১২০টি কেন্দ্রে নেওয়া হবে ভোট।

উপজেলা নির্বাচন অফিসার এ.এম শামছুজ্জামান বলেন, এখন পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের কোন অভিযোগ পাওয়া যায়নি তবে এ বিষয়ে আমরা সতর্ক আছি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর