মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশি গ্রেফতার

আহমেদ কবির টিপু, মালয়েশিয়া: দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাস বিভাগের কর্মকর্তা ও এসএসএম,জিপিএন সহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নিয়ে বাংলাদেশিসহ ৫২৫ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

প্রতিদিনের ন্যায় কর্মব্যস্ত নগরী, রবিবার (১৪জুলাই) বিকেল সাড়ে ৩ টায় কুয়ালালামপুরের বাংলাবাজার খ্যাত কোতরায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ সময় পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে। এর মধ্য থেকে ৩০০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর