চোখের পলকে চলে গেল তাঁত শ্রমিকের প্রাণ

এম এ মালেক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে নষ্ট হওয়া বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলী (১৮) নামের এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বেলা আড়াইটার দিকে বেলকুচি সদর ইউনিয়নের শাহপুর এলাকায় সরকারি হাঁস প্রজনন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার সদর ইউনিয়নের দেলুয়ার চর এলাকার মন্টু মিয়ার ছেলে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ সুলতান এ তথ্য নিশ্চিত করে জানান,সরকারি হাঁস প্রজনন কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক খুঁটির একটি বাল্ব নষ্ট ছিল। অজ্ঞাত কোন এক ব্যক্তি মোহাম্মদ আলীকে ডেকে বাল্বটি ঠিক করতে খুঁটিতে তুলে দেয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে অজ্ঞাত ওই ব্যক্তি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ আলী।

উপ-পরিদর্শক আরও জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর