মিষ্টি খেয়ে অসুস্থ যুবকের মৃত্যু, আরও ৩ জন অসুস্থ

সিলেটের গোলাপগঞ্জে মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকেলে একই সময়ে মিষ্টি খেয়ে আরও ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রুয়েল আহমদ (২৫) উপজেলার লক্ষ্মীপাশা ইউপির ঘাসিবনি এলাকার মৃত খুরশিদ আলীর ছেলে। নিহত ও আহতরা সবাই মাটি কাটার শ্রমিক।

নিহত রুয়েলের বড় ভাই শাকু আহমদ জানান, দুইদিন ধরে জগঝাপ এলাকায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নানের বাড়ির জমিতে মাটি কাটার কাজ করছিলেন রুয়েল। শনিবার বিকেলে খাবারের আগে শ্রমিক দলের ৪ জন মিষ্টি খান। মিষ্টি খাওয়ার পর সুপারি খান, এরপর মাথা ঘুরানো শুরু করলে তাৎক্ষণিকভাবে তাদেরকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন মাস্ক লাগানো মাত্রই রুহেলের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর অসুস্থ হন নাজিম উদ্দিন (২৫), ট্রলি চালক নুর উদ্দিন (৩০) ও আলমগীর হোসেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

লক্ষ্মীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য হেলাল আহমদ জানান, এরা নেহাতই গরীব মানুষ। এই ঘটনার পেছনে কেউ দায়ী থাকলে প্রকৃত দোষীদের বের করে আইনের আওতায় আনা হোক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর