প্রেমিকের শ্বশুর বাড়ীতে প্রেমিকার অনশন

আতিকুর রহমান কাযিন, কিশোরগঞ্জ প্রতিনিধি: স্ত্রী’র স্বীকৃতির দাবীতে কিশোরগঞ্জের তাড়াইলে প্রেমিকের শ্বশুর বাড়ীতে প্রেমিকা অবস্থান করে প্রতিকী অনশন করেছে। জানা গেছে, উপজেলার রাউতি ইউনিয়নের সুরঙ্গল গ্রামের আজিম উদ্দিনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রাকিব হাসান রনি’র (৩০) সাথে পাশ্ববর্তী নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মৃত গোলাম মোস্তফার মেয়ে আইরিন আক্তার (২৪) দীর্ঘ ৪ বছর ধরে প্রেম চলছিল।

বিগত ২০ দিন আগে আইরিন’কে না জানিয়ে পরিবারের পছন্দমত একই ইউনিয়নের দাউদপুর গ্রামের হাইছ উদ্দিনের মেয়ে আঁখি আক্তার’কে বিয়ে করে। বিয়ের পর থেকেই আইরিনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় রনি।

আইরিন রনির বিয়ের কথা গতকাল বৃহস্পতিবার জানতে পেরে আজ শুক্রবার (১২জুলাই) সকাল ৮ টায় নিজ প্রেমিকের সাথে দেখা করতে রনি’র শশুর বাড়ীতে এসে অনশনে বসেন। আইরিন’কে নিজের শশুর বাড়ীতে দেখে রনি পালিয়ে যায়।

আইরিন রনি’র শশুর বাড়ীর একটি রুমে ডুকে দড়জা আটকে দিয়ে আত্যহত্যার হুমকি দিলে স্থানীয় জনৈক ব্যাক্তি তাড়াইল থানায় খবর দেয়।খবর পেয়ে এসআই রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আইরিনের সাথে কথা বললে দড়জা খুলে আইরিন।

থানায় মামলা না হওয়ার কারনে রাউতি ইউনিয়ন চেয়ারম্যান শরীফ উদ্দিন জুয়েলের জিম্মায় রেখে আসেন এসআই রাজীব। আইরিনের সাথে কথা হলে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় প্রবাসী প্রেমিক রনির সাথে।

তারপর গভীর প্রমে জড়িয়ে পরেন দুজনেই। গেল ২০১৮ সালে রনি দেশে এলে দুজনে বিভিন্ন যায়গায় ঘুরাফেরাসহ স্বামী-স্ত্রী পরিচয়ে ১৮ অক্টোবর নারায়নগঞ্জে আইরিনের বড় ভগ্নিপতির বাড়ীতে রাত্রিযাপন করেন। এরপরই রনি আবার সিঙ্গাপুর চলে যায়।

আজ বিকাল ৫ টার পর চেয়ারম্যান জুয়েল স্থানীয় কয়েক জনকে নিয়ে আইরিনকে সুরঙ্গল গ্রামে রনি’র বাড়ীতে পৌঁছে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিনকে বাড়ীতে ঢুকতে দেয়নি রনি’র পরিবারের লোকজন।

আইরিন’কে মারধর করে বিদায় করে দেয়া হয়।মোবাইল ফোনে আইরিন জানান, আমি রনি’র বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করবো।
প্রসঙ্গত, দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া আইরিন কিশোরগঞ্জ জেলা সদরে গাইটালে নিজের আরেক বিবাহিত বোনের বাড়ীতে থেকে শহরের বড় বাজার এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর