মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশি সহ আটক ৬১

আহমেদ কবির টিপু, মালয়েশিয়া: রাজধানী কুয়ালালামপুরের জালান পুডু পেরদানায় ১১ জুলাই স্থানীয় সময় সকাল ১১ টার দিকে শতাধিক বিভিন্ন বাহিনীর নেতৃত্বে বিল্ডিং কনস্ট্রাকশনের চার পাসে ঘিরে ফেলে। এসময় একে একে বিভিন্ন দেশের ১২৫ জনকে যাচাই-বাছাই শেষে ৬১ জনকে গ্ৰেফতার করা হয়। যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৪৪ জন। এছাড়াও ইন্দোনেশিয়ার ১২, মায়ানমারের ২, বাকি ৩ জন পাকিস্তান, ইন্ডিয়া ও ভিয়েতনামের।

কুয়ালালামপুরের ইমিগ্ৰেশন, পুলিশ, সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের চৌকস অভিযান পরিচালনা করে ।

এসময় অবৈধ অভিবাসীদের কাজে রাখার অপরাধে এক জন স্থানীয় নাগরিকে আটক করা হয়। আজ এই অভিযানের সময় মালয়েশিয়ায় অবস্তান করছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর