চলন্ত বাস থেকে ফেলে সিকৃবি শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-র বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের চতুর্থ (শেষ) বর্ষের শিক্ষার্থী মোঃ ওয়াসিম আফনান মৌলভিবাজার জেলার শেরপুর বিশ্বরোডে শনিবার বিকাল ৫ টায় নিহত হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সিকৃবি কৃষি অনুষদের শিক্ষার্থী নয়ন শুভ’র কাছ থেকে জানা যায়, ওয়াসিম সহ মোট ১১ জন শিক্ষার্থী হবিগঞ্জ জেলার দেবপাড়ায় বিয়ের দাওয়াতে গিয়েছিলেন।

ফেরার পথে তারা ময়মনসিংহ-সিলেট রোডের উদার পরিবহণ নামক বাসে উঠেন। ভাড়া নিয়ে তাদের সমঝোতা না হওয়ায় বাসের হেল্পার ওয়াসিম আফনান সহ তাদের কয়েকজনকে বাস থেকে ধাক্কা মারেন। হঠাৎ ধাক্কা খেয়ে ওয়াসিম বাস পড়ে যান এবং এসময় ওয়াসিমের পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। দ্রুতই ওয়াসিমকে প্রাইভেট কারে করে সিলেট এম এ জি ওসমানী সদর হাসপাতালে আনা হলেও রাস্তায় মৃত্যু হয় ওয়াসিমের।

ওয়াসিম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের মোঃ আবু জাহেদ মাহবুব ও ডাঃ মীনা পারভিনের সন্তান। মৌলভীবাজার বাজার সদর থানা পুলিশ বাসটি আটক করলেও ঘাতক হেল্পার ও ড্রাইভার পলাতক।

এদিকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে ভিড় করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। উপাচার্য জানান, মানুষের জীবনের মূল্য কমে গেছে। সহনশীলতা কমে গেছে। ওয়াসিমের মৃত্যুর এই ঘটনাকে সড়ক দূর্ঘটনা বলা যায়না, এটা মার্ডার।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ক্ষুব্ধ সিকৃবির শিক্ষার্থীরা সিলেটের কদমতলী বাস টার্মিনালে উদার পরিবহণের কাউন্টারে বিক্ষোভ করছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর