কাজাখস্তানের রাজধানীর নাম আস্তানা থেকে নুর-সুলতান

কাজাখস্তানের রাজধানীর নাম পরিবর্তন করে নুর-সুলতান রাখা হয়েছে। এর আগে সেটির নাম ছিল আস্তানা।

চলতি সপ্তাহে দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট নুর সুলতান পদত্যাগ করেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিনি দেশটির দায়িত্ব নিয়েছিলেন।

এবার তার নামেই রাজধানীর নামে পরিবর্তন আসল। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য পাওয়া গেছে। মধ্য এশিয়ার দেশটির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট শনিবার এই নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করেন।

বুধবার সবাইকে অবাক করে দিয়ে টেলিভিশনে দেয়া এক ভাষণে নিজের পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এটা সত্যিই আমার জন্য কঠিন সিদ্ধান্ত।

স্বাধীন কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট হলেন নুর সুলতান নাজারবায়ভ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর