ধোনির চেন্নাইয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে বিরাট কোহলির বেঙ্গালুর!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শনিবার চেন্নাইয়ের এম চেন্নাস্বামী স্টেডয়ামে টস জিতে বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি বলেন, আমাদের জিততেই হবে। জেতার ব্যাপারে কোনো অজুহাত দিতে চাই না। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই।

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। ধোনির নেতৃত্বে হ্যাটট্রিক শিরোপা জিতেছে চেন্নাইয়ের দলটি। অন্যদিকে আট বছর বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে এখনও শিরোপা উপহার দিতে পারেননি কোহলি।

যে কারণে উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ধোনির দল চেন্নাই। দুই দল এখনও পর্যন্ত মোট ২২বার মুখোমুখি হয়। ১৪টিতে জিতেছে চেন্নাই। বেঙ্গালুরু জিতেছে মাত্র সাতটিতে। শেষ ছয় সাক্ষাতে অবশ্য একবারও জিততে পারেননি কোহলিরা।

২০১৪ সালে শেষবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল বেঙ্গালুরু। শনিবার রাতে কোহলির ব্যাট জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

চেন্নাই সুপার কিংস: অম্বাতি রায়াডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবিন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর, হরভজন সিং ও ইমরান তাহির।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর: পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, মঈন আলী, সিমরন হিতমার, এবি ডি ডিভিলিয়ার্স, শিভম দুবে, কলিন ডি গ্রান্ডহোম, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ ও নভদীপ সাইনি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর