ফিরলেন পাণ্ডিয়াও, ড্রেসিং রুমে ব্যাটসম্যান খুঁজছেন কোহলি!

ভারতীয় বোলাররা দায়িত্বটা যথাযথ পালন করেছে বলা যায়। যার সৌজন্যে স্কোরবোর্ডে মাত্র ২৩৯ রান তুলতে সক্ষম হয়েছে নিউজিরল্যন্ড। তবে স্বল্প রানের পুঁজি নিয়েও পালটা ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের সাঁড়াশি আক্রমণে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিল নিউজিল্যান্ড।

প্রথম ৪ ওভারে ব্যাটিং অর্ডারের প্রথম ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে ভারত। প্রথম পাওয়ার প্লে’র শেষ ওভারে অর্থাৎ ইনিংসের দশম ওভারে আরও একজন ভারতীয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায় নিউজিল্যান্ড৷ শুরুতেই ৪ উইকেট হারিয়ে তখন ভারতের সংগ্রহ ২৪ রান।যা চলমান বিশ্বকাপে সর্বোনিম্ন রান।

এরপর আশা জাগিয়ে ফিরে যান ঋষভ পান্ত ৩২ রানে।এরপর পান্থের সমান ৩২ রান করে সাজঘরে ফিরেন সবসময় যিন বিধ্বংসী ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩২ ওভার শেষ ৬ উইকেটের বিনিময়ে ৯৭ রান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর