৩০ ওভারে খেলা হলে নিশ্চিত স্বপ্ন ভাঙবে কোহলির

মঙ্গলবার (০৯ জুলাই) বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য ৪৬.১ ওভারে যখন খেলা বন্ধ হয়ে যায়, নিউজিল্যান্ডের স্কোর ছিল ২১১/৫। এই অবস্থায় ম্যাচ বন্ধ হয়ে গেলে অর্থাৎ নিউজিল্যান্ডের রান ২১১তেই আটকে থাকলে এবং তারপর ওভার কমে খেলা শুরু হলে ভারতের ক্ষেত্রে পরিবর্তিত টার্গেট কী দাঁড়াতে পারে? এ নিয়ে ক্রিকেটপ্রেমীর জানার অন্ত নেই।বার্তাবাজার সেই মুখিয়ে থাকা ব্যক্তিদের জন্য হিসেব কষে যে সুত্রবরে করল তা দেখে দেখে নেওয়া যাক।

এক. ভারতকে যদি ২০ ওভার ব্যাট করতে দেয়া হয়, তা হলে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের টার্গেট দাঁড়াতে পারে ১৪৮। বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে চাপে পড়ে জেতে পারে ভারত।

দুই. ভারতকে যদি ২৫ ওভার ব্যাট করতে হয়, তা হলে টার্গেট দাঁড়াবে ১৭২। পরিস্থিতির বিচারে এটিও বেশ কঠিন টার্গেট বলে মনে করা হচ্ছে।আর এমনটা হয়ে গেলে বলা যায়, বড় অফার পাবেন কিউইরা।

তিন. ভারতকে যদি ৩০ ওভার ব্যাট করতে হয়, তা হলে টার্গেট দাঁড়াবে ১৯২। অর্থাৎ ওভার পিছু ছয় রানের কিছু বেশি। লকি-বোল্টদের সামনে যা তুলতে বেগ পেতে হতে পারে রোহিতদের।অনেকটা বলা যায় যা ভারতের পক্ষে এক ধরনের অসম্ভব-ই বলা যায়।

চার.
ভারতকে যদি ৩৫ ওভার ব্যাট করতে হয় তা হলে টার্গেট দাঁড়াবে ২০৯।এটা ভারতের জন্য তুলনামূলক সহজতর হবে।

পাঁচ. যদি ৪০ ওভার ব্যাট করতে হয়, তা হলে ভারতের টার্গেট দাঁড়াবে ২২৩। অর্থাৎ খেলা যত বেশি ক্ষণ হবে, ভারতের পক্ষে ততই সুবিধা হবে।

ছয়. ভারতের কাছে যদি ৪৬ ওভার ব্যাট করার সুযোগ আসে, তা হলে টার্গেট দাঁড়াবে ২৩৭। এটি কিছুটা হলেও সহজ ভারতের কাছে।

সাত. বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে অবশ্য অ্যাডভান্টেজ ভারত। গ্রুপ পর্বে পয়েন্ট বেশি থাকার দরুণ ফাইনালে চলে যাবে ভারত।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর