তসলিমা বললেন, ২৫ বছর হয়ে গেল কেউ দরজা খুললনা

সবার কাছে বেশ পরিচিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।বরাবরই তিন ইসলাম বিদ্বেষী কথা বলে থাকেন।তার লেখায় অন্য ধর্মে আঘাত না করলেও বরাবরই ইসলাম ধর্মে তিনি আঘাত করে থাকেন লেখনির মাধ্যমে। যার ফলে আজ থেকে ঠিক ২৫ বছর আগে তাকে দেশ ত্যাগে বাধ্য করে বাংলাদেশের ইসলামপ্রিয় জনতা।অন্যদিকে দেশে ফিরতে মরিয়া ইসলাম বিদ্বেষী এই লেখিকা।বলেন, ২৫ বছর হয়ে গেল, কেউ দেশের দরজা খুললনা।

মঙ্গলবার (০৯ জুলাই ) নিজের পেসবুক পেজে লিখেন, ‘আজ ২৫ বছর পার হলো নির্বাসন জীবনের। দেশ নেই ২৫ বছর। একা ২৫ বছর।’

দেশ ত্যাগের দিনক্ষণ উল্লেখ করে লিখেন, ‘১৯৯৪ সালের ৮ই অগাস্ট দেশ থেকে বের করেছিল খালেদা সরকার। এরপর কত সরকার এলো গেলো, কেউই আমার দেশের দরজা আমার জন্য খুললো না।’

লেখার শেষ করেন দুই বাক্য দিয়ে। ‘নির্বাসন আমৃত্যু’।

উল্লেখ্য, তসলিমা নাসরিন বাংলাদেশ ত্যাগের পর ভারত সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করেছেন। এর মধ্যে তিনি সুইডেনের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে তিনি ভারতের দিল্লীতে বাস করছেন।এখনও সেখানে আছেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর