কলাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যায় সংক্রান্ত নীতিমালা প্রনয়ন কর্মশালা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে শনিবার সকাল ১০ টায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিকট হতে আদায়কৃত অর্থের আয়-ব্যায় সংক্রান্ত নীতিমালা-২০১৪’র অধিকতর সংশোধন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিকট হতে আদায়কৃত অর্থ আয়-ব্যায় সংক্রান্ত নীতিমালা-২০১৮ প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রনালয়ের নিরীক্ষা বিভাগ। এ কর্মশালায় কলাপাড়া উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন প্রতিনিধি অংশগ্রহন করে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) মাহবুব-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরীক্ষা বিভাগের যুগ্ম সচিব আহমদ শামীম আল রাজী, নিরীক্ষা উপসচিব রাহেদ হোসেন, নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর