কুষ্টিয়ার ৬টি উপজেলার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ৩য় ধাপের উপজেলা নির্বাচনে কুষ্টিয়ার ৬টি উপজেলার ৬১১টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

শনিবার সকাল থেকেই দলগতভাবে এসে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা । সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা ব্যাপী নিরাপত্ত্বা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা বিভিন্ন গুরুত্বপুর্ন মোড়ে টহল দিচ্ছে।

জেলা রিটানিং কর্মকর্তা কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজাদ জাহান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন বিজিবি আর কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যানে পদে বিনা প্রতিদন্দীতায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জয়ী হওয়ায় এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ভোট অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর