সিরাজগঞ্জে অধ্যক্ষের অনিয়মে কার্যালয়ে তালা ও মানববন্ধন

সিরাজগঞ্জ হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদ্রসার অধ্যক্ষ মোহাম্মদ সামছুল আলমের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্ণীতির অভিযোগ এনে মানববন্ধন ও অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় মাদ্রসা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রভাষক আমিনুল ইসলাম,রুহুল আমীন, অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ। মানববন্ধন শেষে অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়।

এ সময় বক্তরা বলেন,২০০৩ সালে মোহাম্মদ সামছুল আলম মাদ্রসার অধ্যক্ষের দায়িত্ব নেয়ার পর থেকে দুর্নীতির আর স্বেচ্ছাচারিতার সীমা ছাড়িয়ে গেছেন। তাই বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।

এসময় বক্তরা অধ্যেক্ষের অপসারন দাবী করেনে। উল্লেখ্য কামিল পরীক্ষায় টিউটোরিয়ালের নামে অতিরিক্ত ফি আদায়ের দায়ে গত ৯ মার্চ অধ্যক্ষ মোহাম্মদ সামছুল আলমকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর