সর্বকনিষ্ঠ ‘হাইকার’ ৩ বছরের আইজেল মাসুদি!

বয়স মাত্র ৩ বছর। টলমল পায়ে হাঁটতে শিখেছে সবেমাত্র। বাবার পিছু পিছু গুটি গুটি পায়ে চড়াই-উতরাই পেরনো৷আর তাতেই জম্মু-কাশ্মীরের খুদে কন্যা আইজেল মাসুদি নিজের জায়গা করে নিয়েছে ভারতের রেকর্ড বুকে৷

জম্মু-কাশ্মীরের সোপোরের এই খুদে বাসিন্দা লাঠি নিয়ে বাবার সঙ্গে দিনে কয়েকবার পাহাড়ে ওঠানামা করে, ক্লান্তিহীনভাবে৷ রোজই চলে এই যাত্রা৷ কন্যার পথচলা দেখে অবাক হয়ে যান বাবাও৷ কী মসৃণভাবে পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে চলেছে মেয়ে!

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দক্ষিণ এশিয়ার পরিবেশবিদদের সংগঠন সাউথ এশিয়ান ভোলেন্টারি অ্যাসোসিয়েশন অব এনভাইরনমেন্টালিস্ট (South Asian Voluntary Association of Environmentalists- SAVAE) এর নজরে পড়ে খুদে হাইকার আইজেল৷ তাদের বিচারে আইজেলই হলো সবচেয়ে ছোট হাইকার (পাহাড়ে ভ্রমণকারী)৷

সংগঠনের শীর্ষ কর্মকর্তা বিলাল আহমেদে বলেন, ‘আমরা সপ্তাহভর এই এলাকায় পরিবেশ নিয়ে সচেতনতা শিবির করেছি৷ ৪ জুলাই তা শেষ হয়েছে৷ আর সে সময়ই আমাদের নজরে এসেছে এই মেয়েটি৷ সোপোরের আইজেল মাসুদিই এদেশের সবচেয়ে খুদে হাইকার। যে প্রতিদিন বাবার সঙ্গে লাঠি নিয়ে পাহাড়ের চড়াই-উতরাই ভাঙে৷ এই এলাকায় আইজেলই সবার আকর্ষণের কেন্দ্রে৷’

আর আইজেলে মুগ্ধ এই পরিবেশপ্রেমী সংগঠনটি বৃহস্পতিবার তার হাতে তুলে দিয়েছে দেশের কনিষ্ঠতম হাইকারের একটি সার্টিফিকেট৷ তাকে পরিবেশ সচেতনতায় সর্বকনিষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করার কথাও ভাবা হচ্ছে৷

ওই অনুষ্ঠানে অংশ নেয়া পরিবেশবাদী সিনিয়র সাংবাদিক আতাহার পারভেজ বলেন, এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে৷ তাকে বাঁচানোর চেষ্টা চলছে৷ আইজেলের এই প্রতিভা আমাদের সবাইাকে মুগ্ধ করেছে৷ পরিবেশ সচেতনতার কাজে ওকে সামনে রেখে এগোলে তাতে আরও বেশি সাড়া পড়বে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর