পল্টনে গাড়ি ভাঙচুর, শাহবাগ মোড়ে বাম নেতাদের অবস্থান

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক দলের ডাকা আধাবেলা হরতাল সফল করতে রাস্তায় নেমেছে বামদলগুলো।

রোববার সকালে হরতালের সমর্থনে রাজধানীর পুরান পল্টন এলাকায় মিছিল ও পিকেটিংসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে দলের নেতাকর্মীরা।

সকাল ছয়টা থেকেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা হরতালের সমর্থনে শাহবাগ মোড়ের রাস্তায় অবস্থান নিয়েছে। এ সময় গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে ও পিকেটিং করতে দেখা গেছে।

হরতালের সমর্থনে মিছিলি
অপরদিকে, হরতালকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জল কামান ও রায়ট কার নিয়ে কড়া নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।

এর আগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।

শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমর্থনের কথা জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর