যৌন হয়রানি: দ্বিতীয়বারের মতো আটক ঢাবির শিক্ষার্থী

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও তিনি একই কাণ্ড ঘটিয়ে গ্রেফতার হয়েছেন।

অভিযুক্ত ছাত্রের নাম আব্দুল ওয়াহেদ। তিনি ২০১৬-১৭ সেশনে আরবি বিভাগের ছাত্র।

শনিবার (০৬ জুলাই) থানায় নেয়ার সময় ভুক্তভোগী এক ছাত্রী অভিযুক্ত ওয়াহেদকে জুতাপেটাও করেছেন।

যৌন হয়রানির অভিযোগেও একবার জেলে গিয়েছিলেন ওয়াহেদ। গত বছর তার মায়ের অভিযোগের কারণেও তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওয়াহেদ অপরিচিত মেয়েদের ফেসবুকের ইনবক্সে কুরুচিপূর্ণ মেসেজ পাঠাতেন। সেসব ম্যাসেজের স্ক্রিনশট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করতেন।

সবশেষ নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত এক নারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করেছেন ওয়াহেদ। আবার নিজের ফেসবুক লাইভে এসে তাদের সম্পর্কে নোংরা কথাও বলেছেন।

বিভাগের কয়েকজন তাকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন। যদিও ডাক্তারি প্রমাণ পাওয়া যায়নি। কিছুদিন আগে নিজের ফেসবুক ওয়ালে আত্মহত্যারও ঘোষণা দেন।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এস আই সাহেব আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় প্রক্টরের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর