ওমান-পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হলো বিশ্বকাপ

দীর্ঘ ৫ বছরের অপেক্ষা শেষে শুরু হলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি (পিএনজি)।

প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। ব্যাট হাতে মাঠে নামবে পাপুয়া নিউগিনির ব্যাটাররা।

পিএনজি এবারই প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে এসেছে.২০১৬ সালের বিশ্বকাপে প্রথম পর্ব খেলার সুযোগ পেয়েছিল ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের চেয়ে এগিয়ে আছে পিএনজি। ওমানের ১৮ আর পিএনজির ১৫।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, তারাও আগে বোলিংয়ের চিন্তাই করেছিলেন। উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

পাপুয়া নিউগিনি একাদশ-
আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

ওমান একাদশ-
জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর