উ‌লিপু‌রে দূর্গা মন্ডপে ভাঙচুর ও অগ্নিকাণ্ড

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে বি‌ভিন্ন ম‌ন্দি‌রে ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ চা‌লি‌য়ে‌ছে বিক্ষুব্ধ জনতা। এঘটনায় উপ‌জেলার সর্বত্রই চরম আতংক বিরাজ কর‌ছে। প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে আইনশৃঙ্গলা রক্ষাকারী বা‌হিনীর সদস‌্যরা তৎপর র‌য়ে‌ছেন।

জানা গে‌ছে, গত বুধবার সন্ধ‌্যায় উ‌লিপুর বড় মস‌জিদ থে‌কে একদল বিক্ষুব্ধ মুসল্লী শহ‌রের প্রধান সড়‌কে প্রায় ঘন্টা ব‌্যাপী বি‌ক্ষোভ ক‌রেন। প‌রে পু‌লিশ এ‌সে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রে বিক্ষোভ কারী‌দের ছত্রভঙ্গ ক‌রেন। এরপর রাত সোয়া নয়টার দি‌কে একদল উৎসুক জনতা ফের শহ‌রের মূল প‌য়ে‌ন্ট সহ বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ স্থা‌নে বি‌ক্ষোভ ক‌রেন। প‌রে তা‌দের কে ছত্রভঙ্গ ক‌রে দেয়া হয়। এ ঘটনা ছ‌ড়ি‌য়ে পড়‌লে উৎসুক জনতা উলিপু‌রের বি‌ভিন্ন পাড়া মহল্লার বেশ ক‌য়েক‌টি ম‌ন্দিরে ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ চালায়।

প‌শ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মনপাড়া সর্বজনীন মন্দিরের পু‌রো‌হিত জীবন কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী ব‌লেন, রা‌ত সা‌ড়ে দশটার দি‌কে প্রায় একহাজার থে‌কে বা‌রো’শ মানুষ এ‌সে ম‌ন্দি‌রে হামলা ও অ‌গ্নি সং‌যোগ চালায়। এ‌তে প্রতিমাসহ সব কিছু ধ্বংস হ‌য়ে ক‌রে দেয়।

হোকডাঙা ভরতপাড়া সর্বজনীন দূর্গা ম‌ন্দি‌রের সাধারণ সম্পাদক কমলেন্দু রায় জানান, রাত বা‌রোটার দি‌কে লা‌ঠি শোঠা নি‌য়ে একদল লোক এ‌সে ম‌ন্দি‌রে প্রতিমা ভাঙচুর চালায়। এছাড়াও পা‌শের বা‌ড়ি‌তে হামলা ক‌রে তারা।

নেফরা শ্রী শ্রী দূর্গা ম‌ন্দি‌রের সভাপ‌তি নি‌পেন রায় ব‌লেন, রাত এগার টার দি‌কে প্রায় ৫ থে‌কে ৭ শ লোক এ‌সে ম‌ন্দি‌রের গ্রিল টিন, প্রতিমা ও পা‌শের বা‌ড়ি ঘ‌র ভাঙচুর ক‌রে। এরপর খ‌ড়ের গাদায় আগুন লা‌গি‌য়ে দেয়।

এছাড়াও প্রাপ্ত তথ‌্যানুযায়ী ভূতের বাজার সার্বজনীন দূর্গামন্দির, ফাসিদাহ বাজার সার্বজনীন দূর্গাম‌ন্দি‌র, তাতিপাড়া দূর্গামন্দির, পুরাতন অনন্তপুর বাজার সার্বজনীন দূর্গা ম‌ন্দির, হা‌তিয়া ভ‌বেশ নম:দাস পাড়া দূর্গা সর্বজনীন ম‌ন্দিরসহ বেশ ক‌য়েক‌টি ম‌ন্দি‌রে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

উ‌ল্লেখ‌্য, গত মঙ্গলবার রাতে কু‌মিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে হনুমান মূর্তির কোলে পবিত্র কুরআন শরীফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুজন মোহন্ত/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর