উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে ফাকা গুলি: সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি আমরা মুজিব আদর্শের সৈনিক। আমরা এ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নই। আমি ছাত্রলীগের নিষ্ক্রীয় রাজনীতিকে সক্রিয় করেছি। বর্তমানে ছাত্রলীগের রাজনীতি চাঙ্গা হওয়ায় আমার প্রতিপক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান অতি সম্প্রতি তার বাসার সামনে গুলি কিংবা অন্য কোন শব্দের ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে অপপ্রচার করেছেন। এমনসব এন্তার পাল্টাঅভিযোগ তুলে ছাত্রলীগ নেতা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী ফয়জুল ইসলাম আশিক তালুকদার শুক্রবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

আশিক তালুকদার লিখিত বক্তব্যে দাবি করেন, পহেলা জুলাই রাতে উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের বাসার সামনে কে বা কারা কিসের শব্দ করেছিল সেখানে আমরা কেউ উপস্থিত ছিলাম না। অথচ ওই ঘটনার দায় আমার ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোন শত্রুতা নেই। মানুষ মারার অস্ত্রের রাজনীতি আমরা করিনা। আশিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, আওয়ামী লীগ নেতা শাহরিয়ার সবুজসহ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত পহেলা জুলাই রাতে উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের বাসার সামনে ফাকা গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কলাপাড়া থানায় একাধিক জিডি করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত প্রকত ঘটনা উৎঘাটন করতে পারেনি। পারেনি জড়িত কাউকে শণাক্ত করতে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর