সৌদিতে অবৈধ সিম কার্ডসহ ৭ বাংলাদেশি গ্রেফতার

সৌদিআরবের রাজধানী রিয়াদে অবৈধ সিম কার্ডসহ ৭ বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার করেছে সৌদি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস বলেন, সাইবার ক্রাইম মোকাবেলায় নিরাপত্তা শাখা ৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে।

গ্রেফতারকৃত ৭ বাংলাদেশী প্রবাসী সিম কার্ডের অবৈধ ব্যবসা -বাণিজ্যে সাথে জড়িত ছিলেন, মূলত এরা গোপনে একজনের একাধিক ফিঙ্গার প্রিন্ট নিয়ে অন্য নাগরিক বা বাসিন্দার নিকট বিক্রি করতো, যা তাদের নামে সম্পূর্ণ অজান্তে নিবন্ধিত থাকতো।

কার্ডগুলি রিয়াদ শহরের একটি দোকান থেকে তাদের অপরাধের আড়ালের জন্য সংগ্রহ করা হয়েছিল।

গ্রেফতারকৃত ৭ বাংলাদেশীর কাছ থেকে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১,৪৬১ সিম কার্ড, চারটি আঙুলের ছাপ গ্রহণের মেশিন এবং নগদ অর্থ।

মুখপাত্র আরও বলেন, উক্ত বাংলাদেশীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়ার পর পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর