১০ জনের বাংলাদেশের সাথে পারলো না ভারত

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ। সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা।

এর আগে খেলার প্রথমার্ধে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। সুনীল ছেত্রী খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে ১০ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশ ইয়াসিন আরাফাতের গোলে সময়তায় ফিরে। ম্যাচের ৭৪ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান ইয়াসিন।

এই সাফ ফুটবলে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত।
এর আগে শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ০-১ গোলের জয় পায় জামাল ভূঁইয়ারা।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর