কুড়িগ্রামে গঠিত হলো, গ্রীন ভয়েস’র আহ্বায়ক কমিটি

সুজন মোহন্ত, কুড়িগ্রাম প্রতিনিধি:

“যুবরাই লড়বে,সবুজ পৃথিবী গড়বে”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে গঠিত হলো পরিবেশবাদী সংগঠন “গ্রীণ ভয়েস”এর আহ্বায়ক কমিটি। বুধবার রাত ৮টায় জেলা শহরের প্রস্তাবিত’সুলতানা সরোবর’ এ সুজন মোহন্তকে আহ্বায়ক ও রাইসুল ইসলাম নোমানকে যুগ্ন আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ঠ ১টি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সরদার মারুফ হাসান,জাহিদ হাসান জীবন,মিজানুর রহমান,ইলিয়াস কাঞ্চন,এনামুল হক, কাজিউল ইসলাম,শেখ ফরিদ ও রাসেল আহমেদ রকি। গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)’র যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলমগীর কবির এর উপস্থিতিতে আগামী ৪ থেকে ৫ মাসের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য,পরিবেশবাদী এই সংগঠনটি বাংলাদেশের প্রতিটি জেলায় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন,বির্তক প্রতিযোগিতা,পরিস্কার-পরিচ্ছন্নতাসহ নানা ধরনের সামাজিক কাজ করে আসছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর