কালিগঞ্জে গণটিকা কার্যক্রম সাড়া ফেলেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে গণটিকা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে করোনার টিকা নিতে সাধারণ মানুষের ভিড় জমে কেন্দ্র গুলোতে। তবে প্রচন্ড ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা ছিলোনা।

বৃষ্টিতে ভিজে টিকার লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত মানুষ। এমনকি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকা না পেয়ে ফিরে গেছেন। তবে সব শ্রেণির মানুষকেই টিকা নিতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল টেকনোলজিষ্ট শেখ মশিউর রহমান বলেন, সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১২ টি ইউনিয়নে ২৭ হাজার ৮শ’ ৬০ জনকে টিকা দেওয়া হয়েছে। আমাদের লক্ষমাত্রা ছিলো ১৮ হাজার। তবে আমরা লক্ষমাত্রা ছাড়িয়ে আরও ১০ হাজার টিকা বেশি দিয়েছি।

উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ৩ হাজার, বিষ্ণুপুর ইউনিয়নে ২ হাজার, চাম্পাফুল ইউনিয়নে ২ হাজার ৫শ,’ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ২ হাজার ২শ,’ নলতা ইউনিয়নে ২২শ’ ৯৫, তারালী ইউনিয়নে ২১শ’ ৬৫, ভাড়াশিমলা ইউনিয়নে ২ হাজার ২৫, মথুরেশপুর ইউনিয়নে ২২শ’ ৭০, ধলবাড়িয়া ইউনিয়নে ২৬শ’ ৭৫, রতনপুর ইউনিয়নে ৩ হাজার, মৌতলা ইউনিয়নে ২ হাজার ৮৫ আর সবচাইতে কম কুশুলিয়া ইউনিয়নে ১৬শ’ ৪৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

সরেজমিন উপজেলার চাম্পাফুল ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে গেলে দেখা যায়, ইউনিয়ন পরিষদে প্রচন্ড মানুষের চাপ। বৃষ্টির মধ্যেও টিকা নিতে আসা মানুষ লানিয়ে দাঁড়িয়ে আছে। বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবীসহ সংশ্লিষ্টরা।

চাম্পাফুল ইউপি’র সন্দিপ সরকার (২৪), কুমার চ ল (৩২),আজহারুল ইসলাম (২৯) জানান, আমরা বৃষ্টির মধ্যেও টিকা দিতে এসেছিলাম। টিকা গ্রহণের পর যেখানে সুঁচ ফুটিয়েছিলো সেখানে সামান্য ব্যাথা। এছাড়া তেমন কিছুই হয়নি।

কৃষ্ণনগর ইউপি’র আলতাফ হোসেন (৪২), আব্দুল আলিম (৩৭), মোক্তার আলী (৪০) জানান, বৃষ্টির মধ্যে ভিজে লানিয়ে দাঁড়িয়ে থাকার পর টিকা নিয়েছি। কষ্ট হলেও অনেক ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বলেন, মাননীয় প্রধান-মন্ত্রীর জন্মদিনকে স্বরণীয় করে রাখতে ব্যাপকহারে প্রস্তুতি গ্রহণ করেছিলাম। টিকাদানে কালিগঞ্জ উপজেলায় টার্গেট ছাড়া আরও ১০ হাজার টিকা বেশি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের বিভিন্ন বিভাগের ব্যাপক প্রচার প্রচারণার কারণে সাধারণ মানুষের মধ্যে টিকা দেওয়ার আগ্রহ ছিলো লক্ষণীয়। গুজব, অপপ্রচার ও মিথ্যাচার উড়িয়ে নিয়ে সাধারণ মানুষ হাজির হয় কেন্দ্র গুলোতে। গণটিকা কার্যক্রম সফল করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

অক্লান্ত পরিশ্রম করেছে পুলিশ, গ্রামপুলিশসহ স্বাস্থ্যকর্মীরা। তারপরেও ক্যাম্পেইনে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তবে ভবিষ্যতে সেগুলো সংশোধন করা হবে বলে জানান তিনি।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর