স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারির টেন্ডার ছিনতাই করলো যুবলীগ সভাপতি!

নাটোর সদর হাসপাতালের প্রায় ৪ কোটি টাকার টেন্ডারের শিডিউল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালের সামনেই এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন হাসপাতালে টেন্ডারের শিডিউল ক্রয় করেন। তিনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া তার সাথে শিডিউল ছিনতাইয়ের জন্য ধস্তাধস্তি করেন। এক পর্যায়ে ছিনিয়ে নিয়েও যান। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান জানান, আমি ফেসবুকে ঘটনাটি দেখলাম। কিন্তু লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সম্প্রতি নাটোর সদর হাসপাতালের ওষুধ, খাবার, আসবাবসহ মোট ৬টি গ্রুপে প্রায় ৪ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়। আগামী অক্টোবর মাসেই শিডিউল জমা দেওয়ার শেষদিন। এরই মধ্যে ১৮টি শিডিউল বিক্রি করে হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর