বিজিবির বাঁধায় বিএসএফের ‘কাজ’ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্ট এর শূন্য রেখায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসকএফের) নির্মাণাধীন দর্শক গ্যালারীর কাজ বন্ধ করে দিয়েছে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া চেকপোস্টে এর শূন্য রেখায় সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ান কোম্পানি কমান্ডার ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ১২০ লংকা মোড়া কোম্পানি কমান্ডার এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যেমে শূন্য রেখার কাছে নির্মাণধীন দর্শক গ্যালারী কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

জানা যায়,গত কয়েক মাস আগে বাংলাদেশর সীমান্ত শূন্য রেখা থেকে ৮০ গজ ভিতরে ইমিগ্রেশন ও কাস্টমসের নির্মাণাধীন ভাবনের কাজ বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায়।

এরই প্রেক্ষিতে বিএসএফ সীমান্ত রেখার ১০ গজের ভিতরে দশর্ক গ্যালারী নির্মাণ কাজ শুরু করলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ২৫ ব্যাটালিয়ান প্রতিবাদ জানান। এতে করে বিজিবির প্রতিবাদের মুখে পরে দশর্ক গ্যালারীর কাজ বন্ধ করে দেন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী।

এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফেরদৌস কবীর (পিএসসিজি) জানান, আখাউড়া সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ গ্যালারি নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি নিয়ে তাদেরকে চিঠি দেয়া হয়েছে বর্তমানে কাজ বন্ধ রাখা রয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর