সিরাজদিখানে বিট পুলিশংয়ের মতবিনিময় সভা

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং বিরোধী বিট পুলিশংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা পুলিশের আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ আঙ্গিনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশের আয়োজনে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্ব এবং ইছাপুরা ৯নং বিট অফিসার এসআই মো. মাসুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, এসআই আশরাফ কামাল, এসআই ইমরান খান, এএসআই মনির হোসেন, এএসআই সচিব, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুমন মিয়া, সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, ইছাপুরা ইউপি সদস্য সফিউদ্দিন আহমেদ মন্টু, মহিলা ইউপি সদস্য ডলি বেগম, ইউপি সদস্য হুমায়ুন কবির, কুদ্দুস হাওলাদার, আরাফাত শেখ রাসেল, মো. নাসির, নাহিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর