বাউফলে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ও মন্দির ভাঙচুর এবং হিন্দু ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীদের আইসিটি আইনে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাউফল ডাকবাংলোর মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাউফল উপজেলা শাখার সভাপতি সনজিত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার কোষাধ্যক্ষ শংকর বণিক প্রমূখ।

বক্তারা মানববন্ধনে সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হয়রানি, হামলা-মামলা গ্রেফতার, মন্দির-বাড়িঘর ভাঙচুর, জোর করে জায়গা-জমি দখলসহ কোন প্রকার তদন্ত ছাড়াই আইসিটি আইনে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার, দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা এবং ইতোমধ্যেই আইসিটি আইনে আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ঘন্টাব্যপি মানববন্ধনে উপজেলার বিভিন্ন হিন্ধু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.এ হান্নান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর