আখাউড়ায় ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ড অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এই বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ড অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শওকত আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

এসময় কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক আমজাদ হোসেন, একাডেমী সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, উপজেলার সহকারী প্রোগ্রামার, শামিম আলম জাবেদ, রেলওয়ে সরাকারি কলেজের প্রধান শিক্ষক রাধা কৃষ্ণ ননিয়া,দেবগ্রাম সরাকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শাহনেওয়াজ খান।

আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ,তৃতীয় স্থান অজর্নকারী বিজয়ী দলের মাঝে পুরস্কার ভিতরণ করা হয়।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর