ডিমলায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নীলফামারীর ডিমলায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামুল্যে ক্ষুদ্র প্রান্তিক মাঝারী ৭৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে গ্রীস্মকালীন পেঁয়াজ এবং মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামুল্যে ক্ষুদ্র প্রান্তিক মাঝারী ৭৫ জন কৃষকের প্রত্যেকের মাঝে ১কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ২০ কেজি করে এমওপি সার, ৫০০ গ্রাম করে দানাদার কীটনাশক, ১৫০ বর্গমিটার করে পলিথিন, জমি তৈরীর লেবার বাদদ ২ হাজার ৮০০ করে টাকা ও ১শ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার, ৫ কেজি করে এমওপি সার বিতরন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

এ সময় ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, এ্যাসিল্যাান্ড ইবনুল আবেদিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর