ছুটিতে আটকে পড়া প্রবাসী কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর করোনাকালে যারা ছুটি নিয়ে নিজ দেশে গিয়ে আটকা পড়েছেন তারা ইচ্ছা করলে শর্ত সাপেক্ষে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।

এর জন্য যাদের মালয়েশিয়া (পিএলকেএস) কাজের ভিসা বা পারমিট রয়েছে তারা মাই ট্রাভেল পাস (এমটিপি) তে আবেদন করতে হবে। এই আবেদন পত্র ইমিগ্রেশন বিভাগ অল্প সময় ৭ দিনের মধ্যেই যাচাই বাচাই করার আশ্বাস দেওয়া হয়েছে। এমটিপি আবেদন গৃহীত হলেই কিছু শর্তসাপেক্ষে মালয়েশিয়ায় প্রবেশ করা যাবে।

সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতোক খায়রুল জাজাইমি দাউদ স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন। এর আগে গত সপ্তাহে বাংলাদেশ সহ ৫ টি দেশ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। বলা হয়েছে শুধুমাত্র স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, বিনিয়োগকারী, ব্যবসায়ী, কূটনীতিক ভিসাধারীরা শর্ত সাপেক্ষে প্রবেশ করতে পারবেন। সাধারণ কর্মীদের ব্যাপারে নতুন করে নির্দেশনা দেননি।

এর কিছুদিন পর খায়রুল জাজামী দাউদ বলেছেন, সাধারণ কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে চাইলে মাই ট্রাভেল পাসে আবদেন পূর্বক সেখানে উল্লেখ্যিত সব শর্তগুলো বুঝতে ও মানতে হবে। অভিবাসন বিভাগের নির্ধারিত শর্তগুলি অবশ্যই মেনে চলতে হবে।

দাউদ বলেছেন, জাতীয় মহামারী ব্যবস্থাপনা বিশেষ কমিটি পাঁচটি দেশের কাজের লোকদের পুনরায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

সব শর্তগুলো এমটিপি তে বিস্তারিত উল্লেখ্য আছে। এর মধ্যে উল্লেখ্য যোগ্যগুলো হচ্ছে, মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট বা ভিসার কপি, মালিকের যাবতীয় তথ্য উপাত্ত সহ এমটিপি তে আবেদন করতে হবে, আবদেন গৃহীত হলে মালয়েশিয়ায় প্রবেশের জন্য অনুমোদিত করোনা ভ্যাকসিন এর ডাবল ডোজ গ্রহন সম্পন্ন করা থাকতে হবে, করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট, বিমানের টিকিট, মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দরে নতুন স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে নিজ বা মালিকের খরচে ২১ দিন থাকতে হবে।

আগে কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকতে হত এখন তা বাড়িয়ে ২১ দিন করা হয়েছে। তবে এক্ষেত্রে কেউ দালাল বা এজেন্টদের লোভে পড়লে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। এই প্রক্রিয়াটি সহজ ও ঝামেলামুক্ত। প্রত্যেক কর্মী তাদের মালিকের সাথে যোগাযোগ করলেই বিষয়টি সহজ হয়ে যায় কিন্তু মালিকের সম্মতি ছাড়া মালয়েশিয়া প্রবেশ জটিল হতে পারে।

আশরাফুল মামুন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর