খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশীতে হাত-পা বাঁধ অবস্থায় ফটিকছড়ির নেজাম পাশা নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে খুলশীর জালালাবাদ এলাকায় নিজের নির্মাণাধীন ভবনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নেজাম পাশা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসভার ধুরুং হাদী বাপের বাড়ির বাসিন্দা।

নিহতের ভাতিজা মো. জাবেদ ওমর জানান ‘চট্টগ্রামে ওনার বাসার কাজ চলছে সেকারনে প্রতিদিনের মত রোববার সকাল ৯টায় নিজ বাড়ি ফটিকছড়ি থেকে ভবন তদারকির জন্য খুলশির জালালাবাদ এলাকায় যান তিনি। তিনি কাজ শেষ করে প্রতিদিন রাতে বাড়িড়ে ফিরে যেতে। কিন্তু রাত ১০ টার দিকে নির্মাণাধীন ওই ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী হাসান আমার চাচার ব্যবহৃত ফোন থেকে কল করে পরিবারকে জানান তিনি আজ বাড়িতে যাবেন না।’

সেসময় নিরাপত্তা কর্মী হাসান পরিচয় দেয়া লোকটি জানান, ভবন মালিক নেজাম পাশা ফোন রেখে কোথাও চলে গেছেন, কিন্তু কিছু নির্মাণসামগ্রী নিয়ে একটি গাড়ি আসায় ড্রাইভারকে দেয়ার জন্য ২০ হাজার টাকা প্রয়োজন। তবে এতে বাবার সাথে কথা না বলে টাকা দিতে অস্বীকৃতি জানান মেয়ে ফাতেমা।’

এর ঘন্টায় খানেক পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খুঁজেও হদিস মিলেনি। এঘটনা উনার মেয়ে রাত দুইটার দিকে খুলশী থানায় একটি জিডি করেন বলে জানান ভাতিজা জাবেদ।

খুলশী থানার উপপরিদর্শক এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘সোমবার মসজিদে ফজরের নামায শেষে ফেরার পথে মুসল্লীরা রাস্তার পাশে মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে সকাল ৬টার দিকে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহটির হাত-পা বাঁধা ছিলো, পিঠে আঘাতের চিহ্ন ছিল।’

এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মরদেহ উদ্ধারের পর থেকে ভবনের নিরাপত্তা কর্মী মো. হাসান পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর