হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজরা, সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪০তম ম্যাচে আজ মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ানে।

রাজস্থানের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বাংলাদেশি সমর্থকরা। কারণে রাজস্থানের হয়ে খেলছেন দেশের অন্যতম সেরা তারকা মুস্তাফিজুর রহমান।

রাজস্থানের জার্সিতে এবারের আইপিএলে দারুণ পারফর্ম করছেন মুস্তাফিজ। নিজেদের সর্বশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারে রাজস্থান। তবে ওই ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ।

এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে হায়দরাবাদ। এবারের আসর থেকে ইতোমধ্যে ছিটকে গেছে তারা। অন্যদিকে ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে রাজস্থান। আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে চাইলে রাজস্থানের সামনে জয় ছাড়া বিকল্প কিছু নেই।

রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, এভিন লুইস/ডেভিড মিলার, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, মহিপাল লোমরুর, ক্রিস মরিস/তাবরাইজ শামসি, রাহুল তেওয়াটিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার/জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পাণ্ডে, কেদার যাদব/প্রিয়াম গার্গ, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা ও খলিল আহমেদ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর