রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিরাপদ খাদ্য নিশ্চিত করনে ও ভোক্তা অধিকার বাস্তবায়নে রাজবাড়ী জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

রোবাবর (২৬ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের মোঃ সাইফুল হুদার নেতৃত্বে কালুখালী উপজেলার চরনারায়নপুর ও বাংলাদেশ হাটের খাদ্য প্রতিষ্ঠান গুলিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করা,প্যাজেজিং করা, সংরক্ষণ করা, অবৈধ রং এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করা করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় হুমায়ুন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক মোঃ হুমাযুন খানকে ১০,০০০ পাটোয়ারী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক হামিদ পাটোয়ারী কে ৫,০০০ এবং মূল্য তালিকা না থাকায় মোঃ শামীম খানকে ১,০০০ টাকা সর্বমোট ১৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রমানিক।
এ ধরনের অভিযার নিয়মিত চলবে বলে জানান তারা।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর