বান্দরবানে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর করেছেন বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন।

এসময় তিনি বলেন, মানবতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই সারা দেশের গৃহহীন পরিবার জমির মালিকানাসহ নতুন ঘর পাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার তিনশত গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রী রোববার রোয়াংছড়ি উপজেলায় গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইছে। আবার তার হাতেই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনার আন্তরিকতার কারণেই পার্বত্য চট্টগ্রামের আনাচে-কানাছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে ৪২ হাজার ৫০০ পরিবারের মাঝে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু হচ্ছে।

এছাড়াও মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তত্ত্বাবধানে রোয়াংছড়িতে তিন কোটি টাকা ব্যয়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর