আবাহনী-মোহামেডান জমজমাট দ্বৈরথ সোমবার

ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনী-মোহামেডান মানেই বাড়তি উত্তেজনা, জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। কালের আবর্তে ঢাকার ক্রিকেট খানিক প্রাণ হারালেও দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াইয়ের আবেদন কমেনি একদমই।

তবে গত বেশ কয়েক আসরে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ ঢাকার বাইরে তথা সাভার কিংবা ফতুল্লায় হওয়ার কারণে রাজধানীর ক্রিকেট অনুরাগিরা বঞ্চিত হতে জমজমাট এ লড়াই উপভোগ করা থেকে।

প্রিমিয়ার লিগের গত আসরে আবাহনী-মোহামেডান ম্যাচ হয়েছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সে ধারাবাহিকতায় এবারও এ দুই দলের ম্যাচটি রাখা হয়েছে দেশের হোম অব ক্রিকেটেই। লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচটি মাঠে গড়াবে সোমবার (২৫ মার্চ)।

এখনো পর্যন্ত লিগ টেবিলের শীর্ষস্থানেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। নিজেদের খেলা ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে তারা। লিগ শুরুর পর টানা ৪ ম্যাচ জিতে করেছিল সবার চেয়ে ভালো সূচনা। তবে পঞ্চম রাউন্ডের ম্যাচে হেরে অপরাজিত থাকার ধারা বজায় রাখতে পারেনি তারা।

আবাহনীর মতো উড়ন্ত সূচনা করেছিল মোহামেডানও। লিগের প্রথম তিন রাউন্ডের ম্যাচেই জিতেছিল রকিবুল হাসানের নেতৃত্বাধীন দল। তবে চতুর্থ ও পঞ্চম রাউন্ডের ম্যাচে পরাজিত হয়েছে তারা। পাঁচ ম্যাচে ৩ জয় নিয়ে অবস্থান করছে টেবিলের পাঁচ নম্বরে।

সোমবার চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েই পুনরায় জয়ে ফিরতে চাইবে মোহামেডান। যে লড়াইয়ে রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, ইরফান শুক্কুর, শফিউল ইসলাম, সোহাগ গাজীদের প্রতিপক্ষ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাঈফউদ্দীন, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্তরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর